কাজ করতে গেলে দক্ষ মানুষের অভাব

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারী ও শিশু ডেস্ক

জহুরা হালিম লাভলী। নারী উদ্যোক্তা। তার উদ্যোগের নাম ইনা ফ্যাশন হাউজ। নিজে কিছু একটা করবেন। কি করবেন ভাবতে গিয়ে তার মনে হলো কাপড় নিয়ে কাজ করা যায়। ডিজাইনের প্রতি তার খুব আকর্ষণ ছিল। তার আত্মবিশ্বাস ছিলো তিনি এই ব্যবসায় ভালো করবেন। উদ্যোক্তা হবার প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত আমার বাবার ফ্যামিলি কেউই কিন্তু চাকরিজীবী নয়, শুধুমাত্র আমার একটা ভাই ছাড়া আর সবাই ব্যবসায়ী। কেন জানি ছোটবেলা থেকেই আমি ব্যবসায়ী হবো এই চিন্তাটা মাথায় থাকত। সংসার জীবনে এসেও কিছু না কিছু করতে ইচ্ছা করলো। অনেক কিছু উপর ট্রেনিং নিলাম এটা আমার আসলেই সম্পূর্ণভাবে শখের একটা ব্যাপার ছিল। পরবর্তীতে এটা আমার অনেক প্রয়োজনও ছিল। মূলত বর্তমানে ব্যস্ত থাকাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। উদ্যোক্তার জীবন সংগ্রাম অনেক চ্যালেঞ্জিং বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, অনেক অনেক প্রতিবন্ধকতা, কাজ করতে গেলে দক্ষ মানুষের অভাব, প্রয়োজন অনুযায়ী লোকজন না পাওয়া কাঁচামাল সংগ্রহ করা ও ডিজাইন নিয়েও অনেক সমস্যায় পড়তে হয়। এগুলো অনেক কিছুই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হলে নিজেকে দক্ষ হতে হবে এবং যাচাই-বাছাই কাজও নিজেকে করতে হবে মানুষের উপর ছেড়ে দিলে হবে না। প্রতিটা সময় মার্কেটের ডিজাইনের উপর লক্ষ্য রাখতে হবে কখন কোন ডিজাইন চলে সেটা দেখতে হবে। আমি নিজেই মোটামুটি সব কাজই করি অবশ্যই কাজ করতে করতে একটা সময় সবকিছু সহজ হয়ে যায়। জহুরা হালিম পাঁচ বছর পরে নিজেকে আরও ব্যস্ত ও আরো পরিচিত করে তোলার স্বপ্ন দেখেন। তার উদ্যোগের নাম যেন সকলে জানেন চেনেন এই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান আগামী পাঁচ বছর পর।