ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টক দইয়ের তিন উপকার

টক দইয়ের তিন উপকার

টক দই আমাদের অতি পরিচিত এক খাদ্য। বাঙালির ঘরে ঘরে দই থাকা চাই-ই চাই। গরমে পেট ঠান্ডা রাখা থেকে শুরু করে রান্নার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই টক দই। অনেকে আবার চুলের পরিচর্যাতেও এটি ব্যবহার করে থাকেন। তবে আমরা কি জানি টক দই যে ত্বকের যত্নেও বেশ উপকারী? চলুন জেনে নিই ত্বকের যত্নে এর কিছু উপকারিতা। ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে টক দই। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড যে কোনো সংক্রমণের হাত থেকে ত্বককে রক্ষা করে। এক টেবিল চামচ টক দই তুলায় নিয়ে ব্রণের উপর লাগিয়ে ঘণ্টা দুয়েক রেখে দেখতে পারেন। চোখের নিচে টক দই লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে চোখের নিচের কালো দাগ দূর হবে সহজেই। শুধু তাই নয়, চোখের নিচের ফোলা ভাবও কমিয়ে আনতে সাহায্য করে এই উপাদান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত