ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সজীব-স্নিগ্ধ ত্বক পেতে

সজীব-স্নিগ্ধ ত্বক পেতে

অনেকেই জানতে চান মাখনের মতো সিল্কি মোলায়েম ত্বক পাওয়া কীভাবে সম্ভব তাই তো, কীভাবে পাওয়া যাবে, এমন নরম কোমল ত্বক!

সমাধান হচ্ছে মাখন মেখেই পেতে পারেন মাখনের মতো নরম-কোমল-উজ্জ্বল ত্বক। চলুন জেনে নেই- ১. ত্বককে আর্দ্র রাখতে পাকা কলার পেস্টের সঙ্গে মাখন মেশান। এই প্যাক সারা মুখে লাগান। এটি ত্বক ময়েশ্চারাইজারের কাজ করে। ২. ত্বকের নিস্তেজ ভাব কাটিয়ে সজীব স্নিগ্ধ-দীপ্তিময় কোমল ত্বক পেতে নিয়মিত শিয়া বাটার ও মধুর প্যাক ব্যবহার করুন। এতে করে দ্রুতই ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগগুলোও দূর হবে। ৩. ভিটামিন-ই ও এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ শিয়া বাটার বয়সের ছাপ দূর করে ত্বক রাখে তারুণ্য দীপ্ত। ৪. ত্বকের কোলাজেন তৈরি করে ত্বক পুনর্গঠনে সাহায্য করে শিয়া বাটার। ৫. শিয়া বাটার - এসপিএফ-(৪-৬) যুক্ত শিয়া বাটার প্রাকৃতিকভাবে ত্বকে সুরক্ষা দেয়। কড়া রোদে এটি হতে পারে আমাদের পারফেক্ট সানস্ক্রিন ক্রিম। ৬. সরাসরি বাটার বা মাখন ব্যবহার করতে না চাইলে মাখন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক দিনের মধ্যেই শীতের আগাম বার্তা নিয়ে হিমেল বাতাস বইতে শুরু করবে, সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা গিয়ে, শুষ্কতা দেখা দেবে। এখন থেকেই নিয়মিত ত্বকের যত্ন নেয়ার বিষয়ে সচেতন হতে হবে। সারা বছর সুন্দর ত্বকের জন্য এইটুকু তো করতেই হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত