কাজের মাঝে মেকাপ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারী ও শিশু ডেস্ক
অফিসে কাজের চাপ যতই থাক না কেন, নিজেকে ফ্রেশ এবং সুন্দর রাখতে হবে। কাজের মাঝে সামান্য সময় বের করে নিন সাজগোজের জন্য। আর পুরোটাই নির্ভর করে নিজের ওপর। কীভাবে মেকাপ করবেন সেজন্য কিছু পরামর্শ... সকালে অফিসে যাওয়ার আগে বেসিক মেকাপ করে নিতে পারেন। তবে যারা মেকাপ করতে পারেন না, তারা ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগিয়ে বিবি ক্রিম ব্লেন্ড করে কমপ্যাক্ট বুলিয়ে নিন। এরপর ম্যাট পিচ, কোরাল বা মভ ব্লাশ চোখের পাতা ও চিকবোনে লাগান। চোখে কাজল ও মাসকারা পরতে পারেন। শেষে ঠোঁটে লাগান পছন্দের হালকা রঙের লিপস্টিক। এটাই মোটামুটি বেসিক মেকাপ এবং সব বয়সের ও পেশার মানুষই মেনে চলতে পারেন। তবে এই মেকাপে সারা দিন থাকতে চাইলে বারবার মুখে হাত দেবেন না। এতে মেকাপ নষ্ট হয়ে যাবে। এছাড়া হাতের ময়লা ও ব্যাক্টেরিয়া ত্বকে সংক্রমণ হতে পারে, এতে র্যাশও হতে পারে। আবার বেশিরভাগ সময় এসির মধ্যে থাকলে ত্বক ক্রমশ শুষ্ক হয়ে পড়ে। ফলে ত্বক ক্রমশ রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। তাই দুই ঘণ্টা অন্তর অন্তর অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। এ ক্ষেত্রে ওয়াটার বাইন্ডিং বা ক্রিমবেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এগুলো ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব ধরে রাখতে সাহায্য করে। যারা রোদে বাইরে থাকেন বা কম্পিউটারের সামনে কাজ করেন, তারা এসপিএফযুক্ত ময়েশ্চারাইজার লাগাতে পারেন। মনে হতে পারে অফিসের ভেতরে সানস্ক্রিনের প্রয়োজন কেন! কারণ কম্পিউটারের সামনে বসে বেশিক্ষণ কাজ করলেও ত্বক ট্যান হওয়ার আশঙ্কা থাকে।