পেলের মৃত্যুতে স্তব্ধ গোটা বিশ্ব, তারকাদের শ্রদ্ধা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে স্তব্ধ গোটা বিশ্ব। বিশেষ করে ফুটবল জগতে শোকের মাতম চলছে। সাবেক-বর্তমান ফুটবলাররা নিজেদের শোক জানান দিচ্ছেন। 


পেলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করাদের মধ্যে আছেন ওয়েন রুনি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেই পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন। 


পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রুনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে। কিংবদন্তি’। এদিকে দুইটি এবং ব্রাজিলের জার্সিতে পেলের একটি ছবিসহ মোট তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন’। 


ফিফার একটি অনুষ্ঠানে তোলা পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘পেলের পরিবার এবং পুরো ব্রাজিলের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। ফুটবল বিশ্ব তার এক কিংবদন্তিকে হারাল। তার স্মৃতি আমরা কখনোই ভুলব না। শান্তিতে থাকুন, রাজা।’ 


অপরদিকে পেলের স্বদেশী নেইমার বেশ আবেগতাড়িত এক বার্তা লিখেছেন। আর একটি গোল করলেই নেইমার ভেঙ্গে দিবেন ব্রাজিলের হয়ে পেলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। ব্রাজিলিয়ান হওয়ায় নেইমারের যন্ত্রণাটা অনেক বেশি। পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ফুটবলকে খেলার গন্ডি থেকে আপনিই বের করে এনেছেন। ফুটবলকে সার্বজনীন করে তুলেছেন আপনিই। সবাই ফুটবলে মজছে আপনাকে দেখেই।’


পোলিশ তারকা রবার্ত লেভানদোভস্কি বলেছেন, ‘শান্তিতে থাকুন চ্যাম্পিয়ন। স্বর্গে নতুন তারকা আসছে। ফুটবল বিশ্ব একজন নায়ককে হারালো।’


ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোস বলেছেন, ‘আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ফুটবল বিশ্ব আপনাকে ধন্যবাদ দিচ্ছে।’


ফুটবল বিশ্ব তো বটেই, গোটা দুনিয়াই এখন পেলেকে হারানোর দুঃখে ভারাক্রান্ত। ২০২০ সালের নভেম্বরে চলে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা, দুই বছর পর চলে গেলেন বিশ্ব ফুটবলের আরেক নক্ষত্র, ‘কালো মানিক’ খ্যাত পেলেও।