ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিসিবির ডাকের আশায় জুলিয়ান

বিসিবির ডাকের আশায় জুলিয়ান

বছর ঘুরতেই ফের বাংলাদেশে জুলিয়ান উড। আগেরবার বিপিএলে তিনি কাজ করেছিলেন সিলেটের হয়ে, এবার তার সঙ্গ পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঝপথে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন উঠেছিল যে টাইগারদের কোচ হতে পারেন সাবেক ইংলিশ ক্রিকেটার। সেটা আর হয়নি। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকের আশায় জুলিয়ান।

বৃহস্পতিবারের চট্টগ্রামের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ বলেছেন, ‘বিশ্বকাপের আগে কথা হচ্ছিল। আমি পাকিস্তানে পিসিবির হয়ে কাজ করছিলাম। তখন কথাবার্তা হচ্ছিল, আমার সঙ্গে না যদিও, তবে লোকজনের সঙ্গে বলছিল আমাকে কাজে লাগানোর ব্যাপারে। যদিও পরে কিছুই হয়নি। এটা এমন একটা ব্যাপার গত এক বছর ধরে আলাপ হয়েছে কয়েকবার। কিন্তু কিছুই হয়নি। আমি এখানে আছি, ফ্রি আছি।’

বিপিএলের প্রশংসা উঠতেই জুলিয়ান বলেন, ‘গত বছর সিলেটে এনামুল হক বিজয়ের সঙ্গে অনেক কাজ করেছিলাম। আফিফকে দেখুন, তারা বড় না (শরীরের দিক থেকে)। তারা রিদম ও টাইমিংয়ের ওপর নির্ভর করে। তারা বল জোরে মারতে পারে, কিন্তু মুভমেন্টে তাদের রিদম ও টাইমিং দরকার হয়। বড় ক্রিকেটাররা মাসল ব্যবহার করে। তারা পারবে না, যদি করতে যায় কাজ হবে না।’

তিনি যোগ করেন, ‘এটা আসলে বুঝতে পারার ব্যাপার কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। আমি খেলোয়াড়দের কিছু ট্রেনিং ও ড্রিল করাচ্ছি। কিন্তু এটা শুধুই অনুশীলনের একটা ধরন। খেলোয়াড়দের বুঝতে হবে কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়।’

বিসিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত