আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার হলেন বাবর আজম।
২০২২ সালে অসাধারণ সময় কাটিয়েছেন বাবর। ৯ ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটিতেই সেঞ্চুরি পেয়েছেন। আর অর্ধশত পেয়েছেন ৫ ম্যাচে। ৮৪ দশমিক ৮৭ গড় মোট ৬৭৯ রান করেছেন তিনি। আর মাত্র একটি ম্যাচে পঞ্চাশের নিচে রান করে আউট হয়েছেন পাকিস্তানি অধিনায়ক।
এছাড়া ওয়ানডেতে বাবরের নেতৃত্বে অসাধারণ খেলেছে পাকিস্তান দল। ২০২২ সালে মাত্র একটি ম্যাচেই হেরেছে পাকিস্তান।
২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেন বারর। বাবরের নৈপুণ্যে ৩৪৯ রানের বড় লক্ষ্য তাড়া করে পাকিস্তান।
২০২১ সালেও সাকিব আল হাসানকে টপকে ওয়ানডে বর্ষসেরা হয়েছিলেন বাবর। ৬টি ওয়ানডেতে ৬৭ দশমিক ৫০ গড়ে করেন ৪০৫ রান।