ওয়ালটন-আলোকিত বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০ | অনলাইন সংস্করণ

স্পোর্টস রিপোর্টার : গত নভেম্বর-ডিসেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। বিশ্বকাপ উপলক্ষ্যে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুইজের আয়োজন করেছিল আলোকিত বাংলাদেশ। গতকাল আলোকিত বাংলাদেশের কনফারেন্স রুমে দুই পর্বের কুইজের ড্র অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কুইজ বিজয়ীদের কুপন উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিরা। হেড অব মার্কেটিং মো. জিয়াউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকী। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর, মিডিয়া এন্ড ব্র্যান্ডিং মার্কেটিং এন্ড কমিউিনিকেশন) মো. মুস্তাফিজুর রহমান, আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক শাহিনুর রহমান, ধর্ম পাতার বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ ঈসা শাহেদী, সিনিয়র সাব এডিটর কে. ফকরুজ্জামান চৌধুরী, ক্রীড়া বিভাগের সিনিয়র রিপোর্টার শফিক কলিম, স্টাফ রিপোর্টার এম.এ. বাকী, ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ পারভেজ এবং কর্মকর্তা শাহীনুর রহমান, আলোকিত বাংলাদেশের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন আবুল কালাম আজাদ ও সার্কুলেশন বিভাগের মো. হামিদুর রশিদ চঞ্চল।
লটারির মাধ্যমে নির্বাচিত পুরস্কার বিজয়ীদের তালিকা

১ম পর্ব : প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর। বিজয়ীর নাম মোতমা ইন্না, পিতা মো. নুরুল ইসলাম, ঠিকানা : ১২২/২ নয়াপাড়া, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা। দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম মো. আলিফ শেখ অভি, পিতা মো. মোস্তফা শেখ, ঠিকানা : ২৯/১/এ রোড নং-১১। তৃতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি।  বিজয়ীর নাম সিয়াম, পিতা সবুজ, ঠিকানা : কামরাঙ্গীরচর, ঢাকা। চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। বিজয়ীর নাম ইব্রাহিম শেখ, পিতা শাহজাহান শেখ, ঠিকানা : যাত্রাবাড়ী, ঢাকা। বিজয়ীর নাম  মো. ফয়সাল, পিতা আবু তাহের, ঠিকানা : ৪৬১, উত্তর শাহজাহানপুর, ঢাকা। বিজয়ীর নাম  হাসিব, পিতা সুমন, ঠিকানা : মিরপুর। পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন ব্লেন্ডার। বিজয়ীর নাম  আ. কাদির সরকার, পিতা কবির উদ্দিন, ঠিকানা : বাঘিয়া, মানিকগঞ্জ। বিজয়ীর নাম সেলিম, পিতা ওহাব, ঠিকানা : পাগলা। বিজয়ীর নাম  মো. মাহমুদুল হাসান, পিতা মো. মোস্তাফিজুর রহমান, বিরাহিমপুর, লক্ষ্মীপুর।

২য় পর্ব : প্রথম পুরস্কার (ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি)। বিজয়ীর নাম  ইব্রাহিম, পিতা বেল্লাল হাওলাদার, ঠিকানা : মগবাজার, নয়াটোলা। দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম সাজিয়া শামীম সাফা, পিতা মোহাম্মদ শামীম, ঠিকানা : বাগাবাড়ী, সাভার। তৃতীয় পুরস্কার ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিজয়ীর নাম ওমর ফারুক, পিতা মিসকাতুর, ঠিকানা : যাত্রাবাড়ী, ঢাকা। চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন গ্যাস স্টোভ। বিজয়ীর নাম সাদ্দাম, পিতা সাইদুল, ঠিকানা : ঢাকা। পুরস্কার বিজয়ীর নাম জাহানারা বেগম, পিতা ছাত্তার মোল্লা, ঠিকানা : মনিরামপুর, যশোর। বিজয়ীর  নাম শোয়েব, পিতা আবু সালাম। পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। বিজয়ীর নাম আক্কাছ হোসেন, পিতা নুরুল ইসলাম, ঠিকানা : ধানমন্ডি, ঢাকা। বিজয়ীর নাম মরিয়ম বেগম, পিতা ইলিয়াছ, ঠিকানা : ভাটরা, মাইজপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিজয়ীর নাম জীবন চৌধুরী, পিতা রাজ্জাক, ঠিকানা : তিতাস, কুমিল্লা।