বাফুফের সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ২০:৪১ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে কাগজপত্র জালিয়াতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
আজ শুক্রবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
ফিফা জানিয়েছে, প্রযোজ্য কর্মধারায় তদন্তকারী চেম্বারে পরিচালিত তদন্তের সময় সংগৃহীত প্রমাণগুলো ছাড়াও বিচারক চেম্বার সন্তুষ্ট ছিলেন। শুনানি পরিচালনা শেষে তার উপস্থাপিত প্রমাণগুলো যত্নসহকারে বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, তিনি ফিফার অনুচ্ছেদ-১৩ লঙ্ঘন করেছেন। এ ছাড়াও ফিফার কোড অফ এথিকস ২০২০ সংস্করণের সাধারণ কর্তব্য-১৫ (আনুগত্যের দায়িত্ব) এবং অনুচ্ছেদ-২৪ অনুযায়ী জালিয়াতি এবং মিথ্যাচার করেছেন।
এর আগে, আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে শেষ রক্ষা হলো না তার। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়লেন তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে ভুল কাগজপত্র দেখিয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) থেকে আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই অবশ্য সাধারণ সম্পাদক হিসেবে তার মেয়াদ পূর্ণ হবে। ২০০৫ সালে কম্পিটিশন ম্যানেজার হিসেবে বাফুফেতে যোগ দেওয়া সোহাগ, ২০১১ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দেড় বছর পর পূর্ণ দায়িত্ব গ্রহণ করে।