ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

সৌদি আরব বা বার্সেলোনা নয়, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে মেসির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গিলেম বালাগ। এক টুইট বার্তায় সিনিয়র এই সাংবাদিক জানিয়েছেন,' মেসি তার গন্তব্য ঠিক করে ফেলেছেন। মেসির গন্তব্য ইন্টার মিয়ামি'।

দ্য অ্যাথলেট জানিয়েছে ইন্টার মিয়ামি শেষ পর্যন্ত মেসিকে দলে নেওয়ার দৌড়ে জিতেছে। মূলত বিশ্ব বিখ্যাত দুই প্রতিষ্ঠান অ্যাডিডাস ও অ্যাপেলের সহযোগিতায় মেসিকে দলে ভেড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও তাদের প্রতিবেদনে মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের ভেতর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। যদি তাই হয় তাহলে ২১ জুলাই মেসি প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামবেন। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছিলেন। সে সময় কাতালানদের হয়ে ৩৫টি শিরোপা নিজের নামে করেন লিও। ইউরোপের ফুটবল থেকে বেরিয়ে এই প্রথম বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি।

মিয়ামি,মেসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত