আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৯:৫৫ | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। সকাল সাড়ে নয়টায় এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়। আর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রয়েছেন তিন পেসার। সংশয় থাকলেও শেষ পর্যন্ত ইবাদত হোসেন ও শরীফুল ইসলামের সঙ্গে একাদশে থাকছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশে তামিম না থাকায় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন। সঙ্গী হিসেবে থাকবেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা জাকির হাসান। এছাড়া একাদশে আছেন দুইজন স্পিনার।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), বাহির শাহ, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, ইশারুলহক নাভিদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।