রেকর্ড রানের লিড নিয়ে চা বিরতিতে টাইগাররা
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ চালকের আসনে। মিরপুরে আজ সফরকারীদের বিপক্ষে ৩৭০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের শুরু করে টাইগাররা। দ্বিতীয় দিনে মাত্র ৩৯ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। এদিকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লিটন দাসরা। দিনের শুরুতে নাজমুল শান্ত ও জাকির হাসানের জুটি দুইশত রান পেরিয়ে যাওয়ার আগে রান আউটের ফাঁদে পড়েন ওপেনার জাকির। তবে একদিকে দাঁড়িয়ে থেকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন শান্ত। অপরদিকে ৯৫ রানে করে শতকের দ্বারপ্রান্তে মুমিনুল হক। টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ককে ৫ রানের আক্ষেপ রেখে ৬১৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।
তৃতীয় দিনে দুই বাঁহাতি ব্যাটার দেখেশুনে সেই ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। কিন্তু ব্যক্তিগত ৭১ রান করে নাসির জামালের দুর্দান্ত ফিল্ডিংয়ের নৈপুণ্যে সাজঘরে ফিরেন জাকির। দলীয় ১৯১ রানে এই দুই টপ অর্ডারের ১৭৩ রানের জুটি ভাঙে রান আউটে।
জাকির ফিরে গেলেও টানা দুই ইনিংসে শতকে তুলে নিতে ভুল করেননি নাজমুল শান্ত। ১১৫ বলে ১৩টি চারের মাধ্যমে নিজের ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান এই বাঁহাতি ব্যাটার।
এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এই কীর্তি এর আগে গড়েছিলেন টাইগারদের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।
শান্তর এমন কীর্তির দিনে থেমে থাকেন নি টাইগারদের সাবেক টেস্ট অধিনায়কও। দীর্ঘ দিন পর মুমিনুলও শতরানের দ্বারপ্রান্তে। আর ৫ রান করলেই নিজের ক্যারিয়ারের ১২তম শতক তুলে নিবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩৭৮ রান।