ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদত্যাগ করলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর 

পদত্যাগ করলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাফুফের চাকরি ছাড়লেন পল স্মলি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেন, ‘পল আর থাকছেন না বাফুফেতে। এটা তিনি আজ জানিয়ে দিয়েছেন।’

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পলের যে ভূমিকা, সেখানে দেখা গেছে অনেক ঘাটতি। কারণ বাফুফেতে মূলত তিনি বেশি যুক্ত ছিলেন মেয়েদের দলের সঙ্গেই। ছেলেদের বয়সভিত্তিক ফুটবলে সেভাবে তার সম্পৃক্ততা দেখা যায়নি। ফলে তার কাজ নিয়ে সব সময়ই একটা বিতর্ক ছিল বরাবরই।

ব্রিটিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান বাফুফেতে যোগ দিয়েছিলেন ২০১৬ সালে। ২০১৯ সালের অক্টোবরে চলে গিয়ে ব্রুনেই জাতীয় দলের কোচ হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই আবার তাকে ফিরিয়ে আনেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী বছর আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল পলের। এক বছর আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।

এই বিষয়ে পল বলেন, ‘আমি গত প্রায় দেড় মাস বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করছি বিভিন্ন বিষয়ে। কিছু বিষয় পরিবর্তনের জন্য বলেছি তাকে। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এসব কার্যকর করতে সময় চেয়েছিলেন। কিন্তু তা এখন বাস্তবায়ন না হওয়ায় আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সভাপতির সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় এসেছে—জানতে চাইলে পল বলেন, ‘বাফুফের বিভিন্ন বিভাগ পুনর্গঠন করা প্রয়োজন। বিশেষ করে আমার টেকনিক্যাল বিভাগ। যেখানে ভালোভাবে কাজ করতে আরও বিশেষজ্ঞ লোক দরকার। সেখানে মাত্র দুজন নির্বাহী কাজ করে। অর্থ বিভাগও আরও শক্তিশালী করা দরকার।’

তবে যেমনটা শোনা গিয়েছিল বেতন–ভাতা না বাড়ালে চলে যাবেন বলে হুমকি দিয়েছেন, বিষয়টা সঠিক নয় বলে জানিয়েছেন পল। বলেছেন, তার চলে যাওয়ার পেছনে বেতন–ভাতার প্রভাব নেই।

টেকনিক্যাল,ডিরেক্টর,পদত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত