ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি: ইতিহাস গড়লেন মালয়েশিয়ান পেসার

টি-টোয়েন্টি: ইতিহাস গড়লেন মালয়েশিয়ান পেসার

টি-টোয়েন্টিতে এক ইনিংসে একাই ৭ উইকেট নেয়ার নজির ক্রিকেটের ইতিহাসে নেই। তবে সেই নজিরটি গড়েছেন মালয়েশিয়ার মিডিয়াম পেসার সিয়াজরুল ইদ্রুস। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে একাই সাত উইকেট নিয়ে গড়েছেন তিনি অনন্য এই কীর্তি।

ইদ্রুস অনাবদ্য এই রেকর্ডটি গড়েন ঘরের মাঠে চীনের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বি কোয়ালিফায়ারের ম্যাচে চীনের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে আট রানের খরচায় ঝুলিতে পুরেছেন সাতটি উইকেট। তার শিকার সাত ব্যাটারই হয়েছেন বোল্ড।

একইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন মালয়েশিয়ান এই পেসার। ইদ্রুসুর আগে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল পিটার আহোরের নামের পাশে।

নাইজেরিয়ার হয়ে ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দুই বছর যেতে না যেতেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ইদ্রুসু।

তার বোলিং তোপে মাত্র ২৩ রানেই গুঁটিয়ে যায় চীন।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের ভেতর সেরা বোলিং ফিগার ভারতের দীপক চাহারের। বাংলাদেশের বিপক্ষে তিনি সাত রানে নিয়েছিলেন ছয় উইকেট।

ক্রিকেট,ইতিহাস,পেসার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত