ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘মায়ামিতে নতুন ভাষা শিখছেন মেসি’

‘মায়ামিতে নতুন ভাষা শিখছেন মেসি’

পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেজর লিগ ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। মায়ামিতে যোগ দিয়েই ভাষাগত সমস্যায় পড়েন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি । সেই সমস্যার সমাধানে ইংরেজি ভাষা শিখছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রতি মৌসুমে ইন্টার মায়ামিতে ৫৪ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপজয়ী মেসি মায়ামিতে যোগ দিয়ে ইংরেজি শিখছেন। এতথ্য জানিয়েছেন তার মায়ামি সতীর্থ রব টেলর। সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে তিনি বলেন, আমি স্প্যানিশ শিখছি এবং সে (মেসি) ইংরেজি শিখছে। আমি তাকে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ইংরেজিতে কয়েকটি কথা বলতে শুনেছি। তাই আমার মনে হয়েছে সে বেশ ভালেই ইংরেজিতে কথা বলতে পারেন।

পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন বার্সেলোনা ও ফ্রান্সে। সেখানে তার ইংরেজি শেখার প্রয়োজন হয়নি। স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষায় সতীর্থদের সঙ্গে কথা বলতেন গ্রহের সেরা ফুটবলার। এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় সহকর্মীদের সঙ্গে ইংরেজিতে যোগাযোগ করছেন লিও। ফলে মায়ামিতে ইংরেজি ভাষা শিখছেন ৩৫ বছর বয়সী ফুটবলার।

ফুটবল,মেসি,যাদুকর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত