প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যেন নাটকীয়তার শেষ নেই। গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার বিদায়ের পর নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এদিকে পিএসজি ছাড়তে চান আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। .
এদিকে নেইমার-এমবাপেকে ছাড়াই নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। তাদের অনুপস্থিতিতে দলের আক্রমণভাগে যে গতি হারিয়েছে তা মৌসুমের প্রথম ম্যাচেই জয়বঞ্চিত হওয়ায় টের পেয়েছে তারা। এজন্য মূল দলের বাইরে রাখা এমবাপেকে নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। ফরাসি তারকা ফরোয়ার্ডকে মূল দলের অনুশীলনে অন্তর্ভুক্ত করেছে পিএসজি।
শুধু মূল দলের অনুশীলনেই নয়, এমবাপে নাকি পিএসজির সাথে নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। যা নিয়ে দুই পক্ষের আলোচনার দরজা খুলে দিয়েছেন এমবাপে নিজেই। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের মতে, ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি করবেন এই ফরোয়ার্ড।
গত মাসে চিঠি দিয়ে পিএসজি কর্তৃপক্ষকে নতুন চুক্তি না করার বিষয়টি জানিয়েছিলেন এমবাপে। পরের মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়তে চেয়েছিলেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু বর্তমান সময়ের অন্যতম বড় তারকাকে কোনোভাবেই বিনামূল্যে ছেড়ে দিতে চায়নি পিএসজি।
তাই নতুন চুক্তির ব্যাপারে এমবাপের পেছনে লেগেই ছিল তারা। এরপরও এমবাপের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় এবারের দলবদলের বাজারেই তাকে বিক্রি করে দিতে চেয়েছিল পিএসজি। এমনকি বিক্রি না হলে এমবাপেকে তারা পুরো মৌসুম বেঞ্চে রাখার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল।
যার ফলে পিএসজির প্রাক মৌসুমে এশিয়া সফরে ও লিগ ওয়ানে প্রথম ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি এমবাপেকে। গতকাল লরিয়েঁর সঙ্গে গোলশূন্য ড্র করে মৌসুম শুরু করে পিএসজি। সেই ম্যাচের আগেই এমবাপের সঙ্গে বৈঠক করেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। পুরো ব্যাপারটি ব্যক্তিগতভাবে সামলাচ্ছেন কাতারি এই ধনকুবের।
এমবাপের সঙ্গে সেই বৈঠকের পর নতুন চুক্তি করতে বেশ আশাবাদী পিএসজি কর্তৃপক্ষ। এমবাপেকে অনুশীলনে ফেরানোর ব্যাপারে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘লরিয়েঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সকালেই সে মূল দলের অনুশীলনে ফিরবে।’
এরপরই পিএসজির মূল দলের অনুশীলনে ফেরেন এমবাপে। সে সময় নাসের আল খেলাইফির সঙ্গে দেখাও করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দুজনকে বেশ খোশমেজাজেই লাগছিল। শেষ পর্যন্ত এই নাটকের জল কোথায় গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি এমবাপের। তার মানে এক মৌসুম পরই তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সঙ্গে এক বছর প্যারিসে থাকলে মোটা অঙ্কের বোনাসও ঘরে তুলবেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময়ও তার বেতনটা বেশি হবে। এসব চিন্তা করেই হয়তো প্যারিসে থেকে যাচ্ছেন তিনি।