আগের চার হেড টু হেড ম্যাচে জয়ের দেখা পায়নি কেউই। চেলসি ও লিভারপুল সেই ধারা অব্যাহত রাখে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেও। তবে আগের চার ম্যাচে গোলের দেখা না মিললেও রোববার (১৩ আগস্ট) মৌসুমের প্রথম দেখায় গোল পেয়েছে দুই দলই। ৪৫৩ মিনিটের গোলখরা কাটালেও শেষ পর্যন্ত ড্রই সঙ্গী হয় দুই দলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নতুন মৌসুমের শুরুটা চেলসি-লিভারপুল করেছে পয়েন্ট ভাগাভাগি করে। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই ম্যাচে ফেরে চেলসি। দ্বিতীয়ার্ধে গোলের দেখা না মেলায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুদলকেই।
এই ম্যাচের আগে ২০২১ সালের ২ জানুয়ারি লিভারপুলের জালে সবশেষ বল জড়িয়েছিল চেলসি। সেই ম্যাচের পর দেড় বছর দুই দল কেউ কারো জালে বল জড়াতে পারেনি। দীর্ঘ দেড় বছর পর ২০২৩-২৪ মৌসুমে এসে ডেডলক ভাঙে লিভারপুলের লুইস দিয়াজের সুবাদে।
ম্যাচের ১৮তম মিনিটেই মোহাম্মদ সালাহর বাড়িয়ে দেয়া বল বাগে নিয়ে অল রেডদের এগিয়ে দেন দিয়াজ।
তবে ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি দ্য ব্লুজদের। ৩৭ মিনিটে অ্যাক্সেল দিসাসি সমতাসূচক গোল করে ম্যাচে ফেরায় চেলসিকে।
এরপর দুদল আরও একটি করে গোল করেছিল। কিন্তু ভিএআর দেখে রেফারি প্রতিবারই দেন অফ সাইডের সিদ্ধান্ত। লিভারপুলের হয়ে গোল করেছিলেন মোহাম্মদ সালাহ। আর চেলসির হয়ে চিলওয়েল। দুটি গোলই বাতিল হয় অফসাইডের জন্য।
শেষ পর্যন্ত আর গোলের দেখা না মেলায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।