বয়সটা মাত্র ২৬। ২০২০ সালে টেস্টে অভিষেক হওয়ার পর খেলেছেন ৪ ম্যাচ। আর এই ৪ টেস্ট খেলেই বনেদি ফরম্যাটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত সাদা বলের খেলায় ফোকাস রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।
এসএলসি তাদের বিবৃতিতে জানায়, ‘হাসারাঙ্গা আমাদের জানিয়েছে ও টেস্ট থেকে অবসর নিতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা আশাবাদী সে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো করবে।’
২০২০ সালের ২৬ ডিসেম্বর বনেদি ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় হাসারাঙ্গার। সেঞ্চুরিয়নে ডানহাতি এই ক্রিকেটারের অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ক্যারিয়ারে চার টেস্ট খেলা হাসারাঙ্গা ব্যাট হাতে করেছিলেন ১৯৬ রান। বনেদি ফরম্যাটে কোনো সেঞ্চুরি না থাকলেও রয়েছে তার ৪টি অর্ধশতক। বল হাতে চার টেস্টে নিয়েছেন ৪উইকেট। সেটিও এক ম্যাচে। বাকি তিন ম্যাচ তিনি ছিলেন উইকেটশূন্য।