ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুপার ফোরের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সুপার ফোরের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নানান নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ছয় জাতির এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। ভাইরাল জ্বরের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। আর দেশসেরা এই ক্লাসিক ব্যাটারের পরিবর্তে টিম টাইগার্সে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তাই এই ম্যাচে লাল-সবুজের একাদশ কেমন হতে পারে, এ নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন : নাঈম শেখ, এনামুল হক বিজয়/তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদি হাসান/শামীম হোসেন পাটোয়ারি/আফিফ হোসেন ধ্রুব।

তবে বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান দাবি করেছিলেন, লিটনের লাইক ফর লাইক বিজয়। লিটনের মতো টপ-অর্ডারে ব্যাট করে এবং উইকেটকিপিং করতে পারে।

বিজয়ের সুযোগ পাওয়ার মূল কারণ সাকিবের লাইক ফর লাইক তত্ত্বেও ইঙ্গিত পাওয়া গেছে। লাল-সবুজের পোস্টারবয়ের তত্ত্ব অনুযায়ী, লিটন না থাকায় দলে একজন বাড়তি উইকেটরক্ষক দরকার ছিল। যেন ইমার্জেন্সি পরিস্থিতি সামলানো যায়।

তবে শুধু লঙ্কানদের বিপক্ষেই নয়। গ্রুপপর্বের শেষ ম্যাচের বিষয়টিও বিবেচনায় রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। কেননা, বাঁ-হাতিদের বিপক্ষে নতুন বলে অফ-স্পিনার মুজিব-উর-রহমান ভয়ঙ্কর। বাঁ-হাতিদের বিপক্ষে নতুন বলে বাঁ-হাতি পেসার ফজল হকও ভালো বোলিং করেন। তাই এই ম্যাচে সুযোগ না পেলেও পরের ম্যাচে নিশ্চিতভাবে একাদশে সুযোগ পাচ্ছেন বিজয়।

তিন, চার, পাঁচে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। আর ছয় নম্বর পজিশনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

অন্যদিকে স্পিন ইউনিটে সাকিবকে সঙ্গ দিতে বিতর্ক ছাড়াই একাদশে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর পেস ইউনিটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

তবে চমক থাকছে চণ্ডিকা হাথুরুসিংহের ম্যাজিক্যাল সাত নম্বর পজিশনে, এটা নিশ্চিতভাবেই আঁচ করা যায়। কেননা, এই পজিশন বিবেচনায় একাদশে আছেন তিন ক্রিকেটার। শেখ মাহাদি হাসান, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনের মধ্যে শেষ পর্যন্ত একাদশে কে জায়গা করে নিচ্ছেন, তাই টাইগার সমর্থকদের মধ্যে অন্যতম আগ্রহের বিষয়।

বাংলাদেশ,একাদশ,সুপার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত