ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লাহোর পৌঁছেছে টাইগাররা

লাহোর পৌঁছেছে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর এবার বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের লাহোরের পৌঁছেছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে লাহোরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে না বাংলাদেশ। কারণ, একদিনের ব্যবধানে আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন সাকিবরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। প্রথম ম্যাচের ভুল শুধরে নিয়ে এদিন মাঠে নামতে হবে সাকিব-মুশফিকদের।

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। লঙ্কানদের কাছে হেরে শঙ্কা জেগেছে আসরের সুপার ফোরে ওঠা নিয়ে। এশিয়া কাপে টিকে থাকতে আফগানদের বিপক্ষে তাই যেকোনো মূল্যে জিততে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। তাতে, অন্তত খানিকটা নির্ভার থাকা যাবে।

টাইগাররা,লাহোর,শঙ্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত