ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাইম-মিরাজের ব্যাটে দুর্দান্ত শুরু বাংলাদেশের

নাইম-মিরাজের ব্যাটে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ-৫০/০ (৮ ওভার)

আগের ম্যাচে ধীরগতির শুরু করেছিলেন নাঈম। উইকেটে থিতুও হয়েছিলেন। কিন্তু বল আর রানের যে দূরত্ব ছিল সেটা গুছানর আগেই সাজঘরে ফেরেন। ফলে তার স্ট্রাইকরেট ছিল প্রশ্নবিদ্ধ। তবে আজ যেন সেসব সমালোচনার জবাব দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছেন এই ওপেনার। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে ফজল হক ফারুকিকে ১৪ রান তুলেছেন নাঈম।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হল শামীম হোসেন পাটোয়ারীর। তাছাড়া একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। অন্যদিকে একাদশে জায়গা হারিয়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ- নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।

মিরাজ,নাইম,শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত