ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিরাজের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মিরাজের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

দলে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তাই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের একাদশে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। তবে অভিষেক ম্যাচে তার ওপর যে প্রত্যাশা ছিল, তা প্রমানে ব্যর্থ হন তিনি। এজন্য আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচের একাদশে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে জুনিয়র তামিমের বদলে ওপেনিংয়ে সুযোগ পান মেহেদি হাসান মিরাজ। আর সুযোগ পেয়েই ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

দলীয় ১২৪ রানের মাথায় আফগান অফস্পিনার মোহাম্মদ নবীর বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন মিরাজ। ৬৫ বলে ৪ চার ও এক ছক্কায় নিজের অর্ধশতক পূরণ করেন তিনি।

বাংলাদেশ,মিরাজের ফিফটি,বড় সংগ্রের পথে বাংলাদেশ,ফিফটি,মিরাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত