ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেপালকে হারিয়ে ভারতের জয়

নেপালকে হারিয়ে ভারতের জয়

হারলে বিদায়, জিতলে সুপার ফোর। নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে নাম লিখিয়েছে ভারত। এই জয়ে 'এ' গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছে রোহিত শর্মার দল। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে পাকিস্তান। সোমবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে নেপালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

বৃষ্টি আইনে রানরেট হিসেব করে রোহিত শর্মার দলের সামনে লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়েছিলো ২৩ ওভারে ১৪৫ রানের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিংই করেছে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল।

রোহিত শর্মা ৫৯ বলে ৭৪ রান ও শুভমান গিল ৬২ বলে ৬৭ রান করে । এ দুই ওপেনার জুটিতে ১৪৭ রান করে জয় নিশ্চিত করল ভারত। ভারতের দুই ওপেনার মিলেই খেলা শেষ করে দিয়েছেন। এর আগে ৪৮.২ ওভার খেলে নেপাল অলআউট হয়েছিল ২৩০ রানে।

নেপাল,ভারত,জয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত