এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ফিফটির পরও ৬৮ বল বাকি থাকতেই ১৯৩ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। ফলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ১৯৪ রান।
ইনিংসের শুরুতেই জোড়া উইকেট হারালেও একপ্রান্তে অবিচল দাঁড়িয়ে ছিলেন ওপেনার নাঈম। শুরুতে ব্যাটিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করলেও সময়ের সঙ্গে সঙ্গেই খোলস ছেড়ে বেরিয়ে আসছিলেন তিনি। কিন্তু আরও একবার ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। অষ্টম ওভারে হারিস রউফের বলে মিরাজ-লিটনের দেখানো পথ ধরেন নাঈম। ওভারের খাটো লেন্থের বলে পুল করতে গিয়ে বল সোজা উপরে ওঠে যায়, তাতে বোলার নিজেই তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।
এশিয়া কাপের আগেও ফর্মের তুঙ্গে থাকা তৌহিদ হৃদয় চলমান এই আসরে যেন নিজের ছায়া হয়ে আছেন। গ্রুপ পর্বের দুই ম্যাচে সুবিধা করতে পারেননি। এবার সুপার ফোরে এসেও ব্যর্থ এই টপ অর্ডার ব্যাটার। রউফের বলে বোল্ড হয়ে উল্টো দলকে আরও বিপদে ফেলেছেন। তাতে ২ রানের বেশি করতে পারেননি তিনি।
দলীয় অর্ধশতকের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ ।