টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এবার সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। বাবর আজমরা ইতোমধ্যে সুপার ফোরে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে সুপার ফোরে ভারতের আজকের ম্যাচটি প্রথম।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রোহিত শর্মার ভারত প্রথমে ব্যাটিংয়ে নামবে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন বাবর-রিজওয়ানরা। অন্যদিকে ভারত তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার জসপ্রীত বুমরাহ দলে ফেরায় আবারও একাদশের বাইরে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। এছাড়া মিডল অর্ডার বাটার শ্রেয়াশ আইয়ারের পরিবর্তে একাদশে এসেছেন লোকেশ রাহুল।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষাণ কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।