আগামী ১৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের ফাইনাল। প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির। কিন্তু ফাইনালের ঠিক চার দিন আগে এশিয়া কাপ নিয়ে নতুন এক নাটকের অবতারণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপের ফাইনালের ভেন্যু পরিবর্তন করার পরিকল্পনা করছে তারা।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
নতুন ভেন্যু হিসেবে ক্যান্ডি রয়েছে এসিসিসির পরিকল্পনায়। পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
কলম্বোতে চলমান বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এসিসির। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি এসিসির পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে দু-এক দিনের ভেতর আনুষ্ঠানিক বক্তব্য আসবে এসিসির পক্ষ থেকে।
এর আগে, বৃষ্টির আশঙ্কায় সুপার ফোরের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের প্রস্তাব এনেছিল এসিসি। কিন্তু ভারতের সম্মতি না থাকায় সেটি হয়নি শেষ পর্যন্ত।
তবে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে ঠিকই রেখেছিল এসিসি। যদিও সেই রিজার্ভ ডে’র খেলাতেও ছিল বৃষ্টির হানা।