এশিয়া কাপ: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২ | অনলাইন সংস্করণ
এশিয়া কাপের সুপার ফোর পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। আজ নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং শুরু করে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০) তানজিদ তামিম (১৩) এনামুল (৪)।
এরপর মিরাজকে দিয়ে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৯ রানে ব্যাট করছে। ক্রিজে সাকিবের সঙ্গী হৃদয়।
বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, শামীম হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।