ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শিরোপার লড়াইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

চোটের কারণে ফাইনালের ঠিক আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার জায়গায় একাদশে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া বিশ্রাম কাটিয়ে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা একাদশে ফিরেছেন।

অপরপক্ষে, শ্রীলঙ্কা একাদশে একটিই পরিবর্তন এসেছে। চোট আক্রান্ত মাহিশ থিকশানার জায়গায় এসেছেন দুশান হেমন্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

টস,জিতে,শ্রীলঙ্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত