ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা

বৃষ্টির শঙ্কা থাকা সত্ত্বেও এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট নেওয়াটা কতটা যুক্তি সঙ্গত হল তা নিয়ে তর্ক থাকছেই। তবে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা যে শুরু করেছেন তা কোনো উইকেট বা কন্ডিশনেই সমর্থন করার মতো না। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারেই ৪ ব্যাটারকে ফিরিয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চের শুরুতেই ছিল বৃষ্টির বাগড়া। টস হয়ে যাওয়ার পরও নির্ধারিতে সময়ে শুরু হয়নি খেলা। ৪০ মিনিট অপেক্ষার পর মাঠে গড়ায় ফাইনাল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই ধাক্কা খেয়েছে লঙ্কানরা। জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি তিনি।

শ্রীলংকা,ব্যাটিং,বিপর্যয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত