ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

এশিয় কাপের ফাইনালে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে ২০১২ সালে ৪৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে ব্যাটিংয়ে নামার আগেই হানা দিয়েছিল বৃষ্টির বাগড়া। ৪০ মিনিট অপেক্ষার পর অবশেষে মাঠে গড়ায় ফাইনাল। তবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় লঙ্কানরা। জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা।

এরপর চতুর্থ ওভারের প্রথম বলে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে বিদায় করে শুরু করেন মোহাম্মদ সিরাজ। এরপর তৃতীয় ও চতুর্থ বলে উড়ে যান সাদিরা সামারাউইক্রিমা, চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। তাতেই দলীয় ১২ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা

শ্রীলঙ্কা,অলআউট,রেকর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত