এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট খেলতে এখন চীনে অবস্থান করছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল থেকে টাইগ্রেস দলের যাত্রা শুরু হয়। কিন্তু মাঠে না নেমেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল নিগার সুলতানা জ্যোতির দল।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) হ্যাংজুতে জেডজেইউটি ক্রিকেট মাঠে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল হংকংয়ে বিরুদ্ধে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় শেষ চারে পা রাখল টাইগ্রেসরা, যার অর্থ ১টি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবে তারা।
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টি-টোয়েন্টি ক্রিকেটের দলগত বিশ্বর্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাঁচটি দল সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী যদি কোনো নক-আউট ম্যাচ ভেস্তে যায়, তবে র্যাঙ্কিং অনুযায়ী তালিকায় যে দল এগিয়ে থাকবে, তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। এই সমীকরণে সেমির টিকিট নিশ্চিত করল লাল সবুজের দল।
এশিয়ান গেমসের সেমিফাইনালে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা। গত বাংলাদেশ সফরে আচরণবিধি ভেঙে ২ ম্যাচ নির্বাসিত রয়েছেন হরমনপ্রীত কৌর। তাই মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। সেমিফাইনালেও তাকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হবে। তবে সেমিফাইনাল ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে টুর্নামেন্টের শীর্ষবাছাই হওয়ার সুবাদে ফাইনালে উঠবে ভারত। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
গতকাল ভারত তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। যদিও বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায় ম্যাচ। ১৫ ওভারে কমে আসা ম্যাচে ভারত ২ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মালয়েশিয়া বিনা উইকেটে ১ রান সংগ্রহ করলে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ভারত বাছাই তালিকায় এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট হাতে পায়।