আগামী বছর (২০২৪) শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যুব বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জানুয়ারি, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান যুব বিশ্বচ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
এটি যুব বিশ্বকাপের ১৫তম আসর। ২০০৬ সালের পর প্রথমবারের মতো যুব-শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আয়োজন করছে শ্রীলঙ্কা। অবশ্য এর আগে তারা আরও দুটি বিশ্বকাপের আয়োজক ছিল। এবারের আসরে প্রথম ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
এর আগে ২০২০ আসরে ভারতকে হারিয়ে আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে তারা যাত্রা শুরু করবে। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে ১৮ জানুয়ারি আয়ারল্যান্ড ও ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
একনজরে যুব বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৪ জানুয়ারি | বাংলাদেশ বনাম ভারত | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো |
১৮ জানুয়ারি | বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড | সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কলম্বো |
২১ জানুয়ারি | বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র | কলম্বো সিসি |