ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা জানালেন শান্ত

প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা জানালেন শান্ত

আসন্ন বিশ্বকাপে (৭ অক্টোবর) বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে । এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় টাইগাররা। যেখানে খেলতে পারেন নি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। জানা যায় চোটে পড়েছেন তিনি, সেই সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে অবশেষে সব শঙ্কা কেটেছে। আফগানিস্তান ম্যাচে খেলবেন টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ এসেছিল। ইনজুরিতে সাকিব, এমন খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যাথা পেয়েছেন সাকিব। জানা গিয়েছিল বেশ খানিকটা ফুলে গেছে তাঁর পা। ফলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতেই পারবেন না। তবে আজ সেই শঙ্কা কেটেছে।

সাকিবের ইনজুরি ততটা গুরুতর নয়। শনিবার গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্রে জানা গিয়েছিল, দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, সাকিব আল হাসান অবশ্যই খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচে।

আজ আসামের গুয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে টসের সময় টাইগারদের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিম ডিরেক্টরের কথায় সুর মিলিয়েছেন, জানিয়েছেন সাকিব শতভাগ ফিট।

টসের সময় শান্তর কাছে ধারাভাষ্যকার রাসেল আরনল্ড সাকিবের ইনজুরির আপডেট জানতে চান। তখন শান্ত বলেন, 'সাকিব শতভাগ ফিট আছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলবেন।'

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতকের পর আজ ইংল্যান্ডের বিপক্ষে আবারো অর্ধশত রানের দেখা পেয়েছেন মিরাজ। তবে এরপরই আকাশের কান্না শুরু হয়। পূর্বাভাস অনুযায়ী খেলার মাঝপথে শুরু হয় প্রবল বৃষ্টি। বাংলাদেশের ইনিংস আর মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। বৃষ্টির আগ পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৭৩ বলে ৬০ রান করে অপরাজিত আছেন মিরাজ। তার সঙ্গী হিসেবে খেলছেন তাওহীদ হৃদয়।

ম্যাচ,সাকিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত