ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আফগানিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আফগানিস্তান

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতে সেমিফাইনাল স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস নিয়েই প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে আজ নিজেদের চতুর্থ ম্যাচটা খেলতে মাঠে নামছেন কিউইরা। আফগানদেরও চাওয়া ম্যাচটা জিতে সেমিফাইনালের লড়াইয়ে জায়গা করে নেওয়া। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

টানা তিন জয়ে কিউইরা যতটা আত্মবিশ্বাসের হাওয়ায় দুলছে, এক ইংল্যান্ড বধের মাধ্যমেই আফগানরা তার চেয়ে বেশি আত্মবিশ্বাসে উড়ছে। যে আত্মবিশ্বাসের বেলুনে চড়ে আজ আবার আরেকটি অঘটনের জন্ম দিতে তৈরি আফগান ক্রিকেট সেনারা। যদিও পরিসংখ্যান আফগানিস্তানের নয়, কথা বলছে নিউজিল্যান্ডের হয়েই। বিশ্বকাপে এর আগে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। সেই দুই বারও নিউজিল্যান্ড তুলে নিয়েছে অনায়াস জয়। ২০১৫ বিশ্বকাপে আফগানদের ৬ উইকেটে হারায় ব্ল্যাক-ক্যাপরা। সবশেষ ২০১৯ আসরে ৭ উইকেটে পরাজিত হয় নবী-রশিদরা।

নিউজিল্যান্ড এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের বিপক্ষে হাতে ব্যথা পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন উইল ইয়াং। আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

আফগানিস্তান একাদশ: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

নিউজিল্যান্ড,বিপক্ষ,আফগানিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত