ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ম্যাচ বরাবরের মতোই বাড়তি উন্মেদনা তৈরি করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই উন্মাদনা নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। চোটের কারণে আজ রোহিত শর্মার দলের বিপক্ষে লাল-সবুজের একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া খেলতে নেমে পুনেতে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ব্যাটিং ইনিংসের সূচনায় সাবধানী ভঙ্গিতে খেলে বেশ ভালো করেছেন লিটন দাস এবং তানজিদ তামিম। এবারের আসরে টিম টাইগার্সের হয়ে করেছেন রেকর্ড। এবারই প্রথম কোনো ম্যাচে পাওয়ার প্লের পুরোটা খেলেছেন দুই বাংলাদেশি ওপেনার। তবে উড়ন্ত সূচনার পর কিছুটা চাপে টাইগাররা।

৯৩ রান বিনা উইকেট থেকে ১৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজ শুরুটা ভালোই করছিলেন দুই টাইগার ওপেনার। প্রথম ৫ ওভার দেখেশুনে খেললেও এরপরই হাত খুলে খেলা শুরু করেন তামিম-লিটন। দুজনে মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৯৩ রান। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এটিই এখন সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

রেকর্ড গড়া জুটি গড়ার পথে আজ তামিম তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে ফিফটি করার পর আর নিজের ইনিংস্টাকে বড় করতে পারেননি তিনি। ফিরে যান কুলদীপ যাদবের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন শান্ত। তবে তিনিও আজ দলের হাল ধরতে পারেননি। জাদেজার বলে লেগ বিফোর উইকেট হয়ে মাত্র ৮ রানেই ফিরতে হয় তাকে।

এরপর মাঠে নামেন মেহেদী মিরাজ। তবে তিনিও আজ ফিরেছেন দ্রুতই। দলীয় ১২৯ রানে মোহাম্মদ সিরাজের বলে উইকেট রক্ষক লোকেশ রাহুলের হাতে দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। মিরাজ ফেরার পর সাজঘরে ফিরেছেন লিটনও। দুর্দান্ত খেলে আজ নিজের ফর্ম ফিরে পেয়েছিলেন তিনি। করেছেন ৮২ বলে ৬৬ রান। তবে জাদেজার বলে শুভমান গিলের ক্যাচ হয়ে ফিরতে হয়েছে তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। ক্রিজে রয়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত