চলমান ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্রিক হারের পর লঙ্কানরা আজ মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। ব্যাট করতে নেমে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বিক ১৩০ রানের এক রেকর্ড জুটি গড়েন। লক্ষ্য তাড়া করতে নেমে সাদিরা সামারাবিক্রমার ৯১ রানের দায়িত্বশীল ইনিংসে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের মুখ দেখতে পেল লঙ্কানরা।
টার্গেট বড় ছিল না মোটেই। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বড় জয়ের ভিত আগেই এনে দিয়েছিলেন তাদের বোলাররা। তবে ২৬৩ রানের সেই টার্গেট পার করতেই লঙ্কানদের ঘাম ছুটলো অনেকখানি। তবে শেষ পর্যন্ত জয় এসেছে। যেখানে বড় অবদান সাদিরা সামারাবিক্রমার। তাইতো ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।
২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার পাথুম নিসাংকা ও কুসন মেন্ডিস। দশম ওভারে লঙ্কান অধিনায়ক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের অর্ধশতক তুলে নেন নিসাংকা। দলীয় ১০৪ রান তিন উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়লেও মিডেল ওভারে দলকে টেনে তুলেন সাদিরা সামারাবিক্রমা।
এই মিডেল অর্ডার ব্যাটারের ব্যাটে জয়ের পথে থাকে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলের জয়ের ভীত গড়েন সাদিরা। তাদের ৭৭ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় লঙ্কানরা। শেষ দিকে ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা। এই ডানহাতি ব্যাটারের ৯১ রানের ইনিংসে ৪৯তম ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো করতে পারেননি দুই ডাচ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই কাসুন রাজিথার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন বিক্রমজিত সিং। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে আরেক ওপেনার ম্যাক্স ওদাউদকেও ফেরান রাজিথা। ৪৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।
এদিকে ৪৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া নেদারল্যান্ডস দলীয় রান ৯১ হতেই আজ হারায় আরও চার উইকেট। রাজিথা-দিলশান মাদুশাঙ্কার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরেন কলিন একারমম্যান-বাস ডি লিডিরা।
তবে ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও আজ ডাচরা ম্যাচে ফিরেছে এঙ্গেলব্রেখট-ভ্যান বিক জুটির কারণে। সপ্তম উইকেটে এ দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১৩০ রান। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। এরপর ইনিংসের দুই বল বাকি থাকতেই ডাচরা অল আউট হলেও পায় ২৬২ রানের এক লড়াকু পুঁজি। লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৪টি করে উইকেট পান রাজিথা এবং মাদুশাঙ্কা।