ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফিরেছে সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিরেছে সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমটিতে জয়ের পর সবশেষ তিনটিতেই হেরেছে টাইগাররা, তবে বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে চার ম্যাচ খেলে তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় তিনে অবস্থান করছে প্রোটিয়ারা।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়ংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব।

চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরছেন তিনি। আর প্রটিয়াদের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে নেই তাওহীদ হৃদয়।

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা একাদশে নেই নিয়মিত অধিনায়ক ট্মেবা বাভুমা। তার পরিবর্তে কয়েন ছুঁড়েছেন মার্করাম। প্রোটিয়া একাদশে পরিবর্তন রয়েছে আরও একটি। চোট থাকায় বাদ পড়েছেন লুঙ্গি এনগিদি। তার জায়গায় খেলছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা।

ফিল্ডিং,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত