ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

ওয়ানডে বিশ্বকাপে পাঁচ ম্যাচের চারটি হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমি-ফাইনালে উঠতে হলে নিজেদের শেষ চার ম্যাচ জয়ের পাশাপাশি মিলতে হবে আরও অনেক সমীকরণ। এসব সমীকরণ ছাঁপিয়ে লক্ষ্ণৌতে ভারতের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে ইংল্যান্ডের। টস জিতে বোলিং বেছে নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এদিকে, রোববার লক্ষ্ণৌতে ম্যাচটি হতে পারত দুই হেভিওয়েট দলের লড়াই। কিন্তু এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংলিশদের অবস্থা চরম শোচনীয়। আহত ইংলিশরা আজ ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামছে।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

অপ্রতিরোধ্য,ভারত,ব্যাটিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত