অল্পতেই ডাচদের গুটিয়ে দিলো আফগানিস্তান
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:০১ | অনলাইন সংস্করণ
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। তবে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। সেখানে থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দলীয় ১৩৪ রানে প্রথম-সারির ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকতে ডাচরা। শেষ পর্যন্ত ৪৬ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে তারা।
শুক্রবার (৩ নভেম্বর) লখনৌতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিবের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।
দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ম্যাক্স ওদাউদ ও কলিন একারম্যান। শুরু ধাক্কা সামলে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালান তারা। তবে দলীয় ৭৩ রানে রান আউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪২ রানে ওদাউদ সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে ডাচরা।
এরপর আর বড় জুটি গড়তে পারেনি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা দলটি। ৩ উইকেটে স্কোরবোর্ডে ৯২ রান তোলার পর ১৩৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই ছিলেন ডাচ ব্যাটাররা।
তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা এগিয়ে নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আফগান স্পিন ফাঁদের মাঝেও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এ ব্যাটার দলীয় ১৫২ রানে রান-আউট হয়ে ফিরলে শেষ পর্যন্ত ১৭৯ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস।