বিশ্বকাপে তানজিম সাকিবের অভিষেক
টস জিতে লঙ্কানদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৪:২৭ | অনলাইন সংস্করণ
টানা ছয় ম্যাচে হারার পর বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। গুরত্বপূর্ণ এই ম্যাচে আজ টাইগারদের একাদশে আছে একটি পরিবর্তন। বিশ্বকাপ দলে থাকলেও এখনো পর্যন্ত একটি ম্যাচেও একাদশে জায়গা পাননি পেসার তানজিম সাকিব। তবে আজ মুস্তাফিজুর রহমান পুরোপুরি ফিট না থাকায় তাঁর জায়গায় খেলবেন তরুণ এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হচ্ছে তার।
এদিকে বাংলাদেশের বিপক্ষে আজ লঙ্কানদের একাদশেও আছে দুই পরিবর্তন। দিমুথ করুনারত্নে এবং দুশান হেমন্তের পরিবর্তে আজ খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জায়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা,ধনঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।