ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাল মাঠে নেমেছিল টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বমঞ্চে ব্যর্থ এই মিশন শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এবারের আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল প্রথম পর্বে ৯টি ম্যাচে মাঠে নেমেছে। এসবের মধ্যে প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে জিতে টুর্নামেন্টের শুভ সূচনা করে টাইগাররা। তবে এরপরই ঘটে ছন্দপতন। একে একে হেরে যায় ছয়টি ম্যাচে যার মধ্যে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ও। এমন হতাশাজনক পারফর্ম্যান্সে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার সুযোগ পাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা।

তবে অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সে আশঙ্কা কিছুটা কমে। এরপর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও নেট রান রেটে এগিয়ে থাকায় অনেকটাই নিশ্চিত হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। তবু আজ ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের উপর শেষ পর্যন্ত নির্ভর করছে আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের খেলার বিষয়টি।

দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

ব্যর্থ,মিশন,টাইগার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত