ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফাইনালের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ফাইনালের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে টসে জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।

ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।

ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। ঘরের মাটিতে সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এরপর গত এক দশকে বিশ্বকাপ ফাইনালে যাওয়া হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এক যুগ পর আবারো ঘরের মাটিতে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রোহিত-কোহলিরা। সে লক্ষ্যে আজ ভারতীয়রা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

২০ বছর পর ফের বিশ্বমঞ্চের ফাইনালে পরস্পরকে মোকাবিলা করবে দল দুটি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়েছিল তাদের লড়াই। সেবার একপেশে ম্যাচে ১২৫ রানের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। তাদের ২ উইকেটে ৩৫৯ রানের জবাবে ভারত গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানেই।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

ফাইনাল,ব্যাটিং,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত