ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনের প্রথম বলে ৩১০ রানেই থেমে গেল বাংলাদেশ

দিনের প্রথম বলে ৩১০ রানেই থেমে গেল বাংলাদেশ

সিলেট টেস্টের ২য় দিনে বাংলাদেশের প্রত্যাশা নিশ্চিতভাবেই ছিল বাড়তি কিছু রান যোগ করা। কিন্তু সে আশা আর পূরণ করা হলো না। দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল ইসলাম। পাকিস্তানি আম্পায়ার এহসান রাজা ফিরিয়ে দিয়েছিলেন সাউদির আবেদন। তবে রিভিউ নিয়ে ঠিকই সফল হলেন কিউই অধিনায়ক। আগের দিনের ৩১০ রানের সঙ্গে কোন রান যুক্ত করার আগেই অলআউট বাংলাদেশ।

আগের দিনটাও নিউজিল্যান্ড শুরু করেছিল রিভিউ দিয়ে। সেবার সফল না হলেও দ্বিতীয় দিনে এসে ঠিকই নিজেদের প্রত্যাশিত ফল পেয়েছে কিউইরা। আর নিজেদের ইনিংস শুরুর আগেই পিচে হালকা রোলিং এর অনুরোধও করে গিয়েছেন সাউদি।

গতকাল দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের জন্য। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে বড় কিছুর ভিত গড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। টাইগার অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৩৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জয়। অবশ্য ৮৬ রানের মাথায় ফিরে গেছেন তিনিও। এরপর মুশফিক-সোহানদের ব্যর্থতায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ।

টাইগারদের টেইল এন্ডার ব্যাটার শরীফুল ইসলাম এবং তাইজুল ইসলামের ব্যাটে কাল প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। এ দুজনের প্রতিরোধেই ৩১০ রানে দিন শেষ করার পর আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে টাইগাররা। কিন্তু এ দুজন মিলে আজ আর দলকে এগিয়ে নিতে পারেননি। কিউই অধিনায়ক টিম সাউদির করা দিনের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন শরিফুল। ফলে আর কোনো রান স্কোরবোর্ডে যোগ না হওয়ায় প্রথম ইনিংস শেষে টিম টাইগার্সের সংগ্রহ দাড়াল ৩১০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে জয়ের ব্যাট থেকে। ৮৬ রানে ফিরে গিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন মুমিনুল হক এবং নাজমুল শান্ত। তাইজুল ইসলাম ছাড়া প্রত্যেকেই ডাবল ডিজিটের রান করেছেন। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পার্ট-টাইমার গ্লেন ফিলিপস। দুটি করে উইকেট কাইল জেমিসন এবং এজাজ প্যাটেলের। একটি করে উইকেটের ভাগিদার ইশ সোধি এবং টিম সাউদি।

প্রথম,বল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত