ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশ। গত বছরের জানুয়ারিতে বে ওভালে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মত হারিয়েছিল বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের দুই বছর না পেরোতেই আরও এক স্মরণীয় জয় পেলো বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাটিতে দুই দুই টেস্টের সিরিজ খেলতে কিউইদের আমন্ত্রণ জানায় টাইগাররা। এ সিরিজেরই প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে আজ সফরকারীদের উড়িয়ে ১৫০ রানের বিশাল এক জয় পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাল চতুর্থ দিনে ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে জয় থেকে ৩ উইকেট দূরে থেকেই কাল দিনের খেলা শেষ করতে হয় টাইগারদের। অবশেষে কিউইদের শেষ ৩ উইকেটও আজ তুলে নিয়েছেন টিম টাইগার্স।

কঠিন সমীকরণ পাড়ি দেয়ার মিশনে সকালের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন ড্যারিল মিচেল। চতুর্থ দিন শেষ হওয়ার পর থেকেই বাংলাদেশের সমর্থকদের মাঝে একটা শঙ্কা উঁকি দিচ্ছিলো। মিচেলকে ব্যাটিং করতে দেখে মনে পড়ছিল কাইল মেয়ার্সের কথা। চট্টগ্রামে শেষ দিকে ডাবল সেঞ্চুরি করে একাই সেদিন বাংলাদেশের জেতা ম্যাচটা নিজেদের করে নিয়েছিলেন। মিচেলকে অবশ্য মেয়ার্স হতে দেননি নাঈম হাসান।

ডানহাতি এই অফ স্পিনারের লেংথ ডেলিভারিতে হাঁটু গেড়ে সুইপ করেছিলেন মিচেল। টপ এজ হওয়ায় বল সরাসরি উপরে উঠে যায়। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা তাইজুল ইসলাম একটু দৌড়ে গিয়ে ক্যাচট নিলেন সহজেই। বাংলাদেশও তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাঁধা হয়ে থাকা মিচেলকে ফেরালো। ডানহাতি এই ব্যাটার ফিরে গেছেন ৫৮ রানের ইনিংস খেলে। মিচেল ফেরার পর ব্যাটিংয়ে এসে শুরু থেকেই একটু আক্রমণাত্বক খেলায় মনোযোগী ছিলেন সাউদি। চার ও ছক্কা মেরে দ্রুত কিছু রানও তুলেছেন তিনি। তবে নিউজিল্যান্ডের অধিনায়ককে ইনিংস বেশি বড় করতে দেননি তাইজুল।

বাঁহাত এই স্পিনারের বলে উড়িয়ে মারার চেষ্টা থেকেই শর্ট মিড উইকেটে থাকা জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সাউদি। তাতে করে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া তাইজুল এবার নিলেন ৫ উইকেট। টেস্টে যা তার ক্যারিয়ারে ১২তম বার। বাংলাদেশের হয়ে তাইজুলের চেয়ে বেশিবার ৫ উইকেট আছে সাকিব আল হাসানের। শেষ জুটি হিসেবে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াচ্ছিলেন সোধি ও এজাজ প্যাটেল। তবে অপেক্ষা বেশি বাড়াতে পারেননি তারা। সোধিকে নিজের শিকার বানিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাইজুল। সিলেট টেস্টে সব মিলিয়ে নিলেন ১০ উইকেট। নিউজিল্যান্ড তাতে অল আউট ১৮১ রানে।

নিউজিল্যান্ড,জয়,অধিনায়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত