ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে পরিত্যক্ত ২য় টেস্টের ২য় দিনের খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত ২য় টেস্টের ২য় দিনের খেলা

সিলেট টেস্টে জয়ের পর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিনে আকাশে কালো মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। হোম অব ক্রিকেটে গতকাল প্রথম দিনেই দেখা মিলেছে ১৫ উইকেটের। তাই অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আজই শেষ হয়ে যাবে এই ম্যাচ। তবে তা হয়নি। বৃষ্টির কারণে আজ অবশেষে পরিত্যক্তই ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি, কখনো তার চেয়ে বেশি বৃষ্টি ছিল মিরপুরসহ আশপাশের এলাকায়। বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত এক বলও মাঠে গড়াতে পারেনি দ্বিতীয় দিনের খেলা। এজন্য দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

আগের দিন আলোকস্বল্পতার কারণে বাদ পড়া ওভার পুষিয়ে নিতে আজ কিছুটা আগেভাগেই খেলা শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই ধারা অব্যাহত আছে আজ সকাল থেকেই। একবারের জন্যও মিরপুরের উইকেট থেকে কাভার সরানো যায়নি।

সকাল থেকে বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। তবে বৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঘণ্টা কয়েকের অপেক্ষা শেষে দুপুর দুইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালসরা।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেই গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলেও জানা গেছে।

এদিকে কাল প্রথম দিনে নিউজিল্যান্ড বোলারদের তোপে ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি কিউইরাও। তাইজুল ইসলাম-মেহেদী মিরাজদের তোপে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা।

পরিত্যক্ত,টেস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত