তানজিদ তামিমের ব্যাটে বড় সংগ্রহ চট্টগ্রামের

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

চলমান বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে দুর্দান্ত ঢাকা। বিপিএল থেকে আগেই বিদায় নিয়েছে দলটি। এদিকে প্লে অফে জেতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাই হাল ধরে ছিলেন জাতীয় দলের তরুণ ব্যাটার তানজিদ তামিম। দলের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৭০ রানের ক্যামিও খেলেন বাঁহাতি ওপেনার। 

আজ ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। 

চট্টগ্রামের ইনিংসের প্রথম বলেই এসেছে আঘাত। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান সৈকত আলী। মারকুটে এই ব্যাটারের শুরুতেই বিদায় কিছুটা ধাক্কা হয়ে এসেছে চট্টগ্রামের জন্য। হতাশ করেছেন অস্ট্রেলিয়া থেকে আসা জশ ব্রাউনও। উড়িয়ে খেলতে গিয়ে তাসকিনের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। 

এরপর চট্টগ্রাম জুটি পেয়েছে টম ব্রুস এবং তানজিদ তামিমের কল্যাণে। ঢাকার বোলারদের দেখেশুনে খেলতে গিয়ে বল খেলেছেন প্রচুর। সে তুলনায় রানের চাকা ছিল কিছুটা মন্থর। জুনিয়র তামিম এদিন বল আকাশে ওড়াতেই বেশি আগ্রহী ছিলেন। ১ চারের বিপরীতে মেরেছেন ৬টি ছয়। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৫৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন তাসকিন ও শরিফুল।