৬ গোলে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১৭:৫২ | অনলাইন সংস্করণ
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ মার্চ) লিগপর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর শক্তিশালি ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। এদিকে ফাইনাল নিশ্চিত করার পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে মাঠে নেমেছিল কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা যেখানে রীতিমত গোল উৎসব করেছে নারী দল।
শুরু থেকে গোলের জন্য মরিয়া নয়, বরং বল পায়ে রেখে আক্রমণভাগে আলপি ও ফাতেমাদের কর্যকর হয়ে ওঠার প্রচেষ্টার প্রতিফলন দেখা গেল বেশি। দারুণ ফলও মিলল তাতে। ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর করে আরও তিনটি গোল। তিন ম্যাচের দুটিতে জয়ী ভারতের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।
এক ম্যাচ আগে ফাইনাল নিশ্চিত হলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটানের বিপক্ষে আজ মাঠে নেমেছিলো বাংলাদেশ।