শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১৯:২৭ | অনলাইন সংস্করণ
সিরিজ জিততে ১৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাটে নামে বাংলাদেশ। কিন্তু ম্যাচের প্রথমার্ধে ব্যাটারদের বিপর্যয়ে সে স্বপ্ন শেষ হয়ে যায়।
ম্যাচের প্রথমার্ধে ব্যাটারদের বিপর্যয়ে লজ্জার হারের শঙ্কা জাগাচ্ছিল ঠিক সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করলেন রিশাদ। প্রথমে শেখ মেহেদি হাসানকে নিয়ে শুরু করলেন টিকে থাকার লড়াই। এরপর তাসকিন আহমেদের সঙ্গে আরেকটা বড় জুটি। মাঝের সময়টুকু জয়ের আশা দেখছিলেন দেশের ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই লেগস্পিনার। তবে দলকে জেতানোর মত পর্যাপ্ত সময় হাতে ছিল না রিশাদের। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন।
বাংলাদেশের জেতার স্বপ্ন শেষ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী এই লঙ্কান পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন। দলীয় ৪র্থ ওভারে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিলেন পরপর তিন বলে। আজ দুর্দান্ত এক হ্যাটট্রিক করছেন তিনি।
বাংলাদেশ যাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিলো, ৪র্থ ওভারে পরপর তিন বলে তাদের উইকেট হারানোর পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। নুয়ান থুসারা শেষ পর্যন্ত ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। বাংলাদেশের কোমর যেভাবে তিনি ভেঙে দিয়েছিলেন, সেখান থেকে আর বের হতে পারেনি টাইগার ব্যাটাররা।