শেষ ওয়ানডেতে বাদ লিটন, ডাক পেলেন জাকের

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৫:২২ | অনলাইন সংস্করণ

চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। বাজে পারফর্ম্যান্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

আজ (শনিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’

এবারের বিপিএল দিয়ে নজর কেড়েছিলেন জাকের আলী অনিক। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আলিস আল ইসলাম চটে পড়ায় তাঁর বদলে দলে ঢোকেন জাকের। এরপর জাতীয় দলে নিজের অভিষেক ম্যাচেই দারুণ এক ইনিংস খেলেন তিনি। এবার ওয়ানডে দলেও ডাক পেলেন এই তারকা।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।