প্রথম দিনে বড় সংগ্রহের পর থামলো শ্রীলঙ্কা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১৯:০২ | অনলাইন সংস্করণ
প্রথম টেস্টের হতাশা ভুলে চট্টগ্রামে ভালো কিছুর আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় টেস্টে বোলারদের নির্বিষ বোলিংয়ের সাথে ক্যাচ মিসের মহড়ায় লংকানদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি শান্তর দল। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছে লংকানরা।
হাফ সেঞ্চুরি করেছেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস। এর মধ্যে মেন্ডিস তো সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন।
দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক ডি সিলভা। শুরুতেই অবশ্য নিশানকাকে ফেরাতে পারত বাংলাদেশ। অভিষেক হওয়া হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন নিশানকা। ৯ রান করা নিশানকার সহজ ক্যাচ মিস করেন জয়। জীবন পাওয়ার পর করুনারত্নের সাথে দারুণ জুটি গড়ে তোলেন নিশানকা। দুজন কোন বিপদ ছাড়াই পার করেছেন প্রথম ঘণ্টা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন দুই লঙ্কান ওপেনার। সফরকারী দলের ব্যাটারদের দাপটে প্রথম সেশনটা বাংলাদেশের বোলারদের জন্য কেটেছিল ভীষণ হতাশায়। প্রথম সেশনে উদ্বোধনী জুটিই ভাঙতে পারেনি টাইগার বোলাররা।
তবে দ্বিতীয় সেশনের শুরুতেই অবশ্য জুটি ভাঙে টাইগাররা। সেশনের শেষদিকে এসে বাংলাদেশ পেয়েছে আরও একটি উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় সেশনে প্রাপ্তি লঙ্কানদের ২টি উইকেট। ২ উইকেটে ২১৪ রান নিয়ে চা-বিরতিতে যায় শ্রীলঙ্কা। এরপর তৃতীয় সেশনে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।